ঈদের দিন ছিল বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস। বাংলাদেশে বেশিরভাগ মানুষের মতো এবার একইভাবে ঈদের আনন্দে শামিল হতে পারেনি নিহত সাংবাদিক কোম্পানিগঞ্জের বুরহানউদ্দিন মুজাক্কির ও নারায়ণগঞ্জের সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিবার। মুজাক্কির ও ইলিয়াসের পরিবার দুটির জন্য এটি দ্বিতীয়বছরের মত নিরানন্দ ঈদ। গত বছর মুক্ত সংবাদমাধ্যম দিবসে এঁদের দুজনের কথাই লিখেছিলাম। মুজাক্কির নিহত হয়েছিলেন ক্ষমতসীন দলের সাধারণ সম্পাদকের ভাইয়ের পারিবারিক-রাজনৈতিক দ্বন্দ্বে। আশঙ্কা ছিল ওই হত্যার কোনো বিচার মিলবে না। এখন পর্যন্ত সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হওয়ার মত কোনো আলামত নেই। ইলিয়াস অবশ্য অতটা ক্ষমতাধর কারো বিরুদ্ধে কিছু লেখার জন্য প্রাণ হারান নি , তিনি লিখেছিলেন স্থানীয় প্রভাবশালীদের বেআইনী গ্যাস চুরির কথা। সেই হত্যার বিচারেও কোনো অগ্রগতির কথা জানা যায় না। প্রায় এক দশক আগে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করার জন্য দেশের সবচেয়ে চৌকস বলে কথিত বাহিনীও গেল ২৬ এপ্রিল ৮৮তম বারের জন্য আদালতের কাছ থেকে সময় নিয়েছে। সময় নেওয়ার শতক পূর্ণ হলেও ওই তদন্ত শেষ হবে, এমন আশা কেউ করেন কি না, জানি না। ভ...