সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোভিড–১৯ টিকার সংকট কেন

রাশিয়ার স্পুতনিক ভি টিকা আগামী মাসে পাওয়ার যে চুক্তি হয়েছে , তা চারদিকের চরম অনিশ্চয়তার মধ্যে কিছুটা হলেও স্বস্তিদায়ক ঘটনা । কেননা , কোভিড - ১৯ - এর টিকা পাওয়া এখন মোটেও সহজ কোনো কাজ নয় । আগামী এক - দেড় বছরে প্রয়োজনীয় টিকার সংস্থান আদৌ কি সম্ভব ? কাজটা আরও কঠিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকাগুলোর ক্ষেত্রে । টিকার এই সংকট কেন ? এটা কি শুধুই চাহিদা ও সরবরাহের ফারাকের কারণে ? নাকি এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি , কূটনীতিরও ভূমিকা আছে ? টিকা উদ্ভাবক ও প্রস্তুতকারক কোম্পানিগুলোর ভূমিকাই - বা কতটা গুরুত্বপূর্ণ ? বিশ্বজুড়ে কোভিড - ১৯ - এর টিকা সংগ্রহের কাজটি কঠিন হয়ে পড়ার অন্যতম প্রধান কারণ দেশগুলোর মধ্যে বৈষম্য । অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কেনার চুক্তি সই করাও তাই কম সাফল্য নয় । এ কারণে বাংলাদেশ আগেভাগে টিকা কার্যক্রম শুরু করতে পেরেছিল । তবে মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশের টিকা   হাতে পাওয়ার   ক্ষেত্রে একটু আগাম এবং