কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের উন্নয়ন হয়েছে বলেই কৃষক ধানের দাম পাচ্ছে না। উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সরকারি গাড়ি দেওয়ার অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন। খবরটি অত্যন্ত তাৎপ তাৎপর্যপূর্ণ হলেও অধিকাংশ সংবাদপত্রের ভেতরের পাতায় কোনমতে একটুখানি জায়গা পেয়েছে। অনেকে কাগজে আবার সেটুকু জায়গাও হয় নি। হবে কি করে, চারিদিকে এতোসব মুখরোচক এবং উত্তেজক খবরের ছড়াছড়ি। শুধুমাত্র ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে কতগুলো খবর হয়েছে তার হিসাব রাখাই তো কঠিন। মোটা দাগে যেগুলো খবর হয়েছে তার তালিকা করলে যেটা দাঁড়ায় তা অনেকটা এরকম: ১.নতুন কমিটিতে পদ বিক্রির অভিযোগ; ২. শিবিরকর্মীর কমিটিতে পদ লাভ; ৩, পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে হামলার কারণে মধুর ক্যান্টিনে মারামারি; ৪. অতীতে অন্য সংগঠনের ছাত্রীকে প্রায় বিবস্ত্র করার মত অপরাধে অপরাধীর নিজদলের কমরেডদের হাতে মার খেয়ে আহত হওয়া; ৫. কোটা – সংস্কার আন্দোলনের সময়ে রাতেরবেলায় হলের বাইরে বিক্ষোভ করায় সাধারণ ছাত্রীরা তিরস্কৃত হলেও ছাত্রী হলের নেত্রীদের গভীর রাতে টিএসসিতে আপোসরফার বৈঠকে গিয়ে লাঞ্ছিত হওয়া; ৬. রাতের বেলায় রাজু ভাস্কর্যে পদবঞ্চিতদের অ...