সাবেক বৃটিশ উপনিবেশের দুটি রাষ্ট্রের দুজন নারী প্রধানমন্ত্রী, রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকায় আবির্ভুত হওয়ার আগে একসঙ্গে বৃটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব দেখতেন। এ দু’জন হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। যুক্তরাজ্য সরকারের সর্বসাম্প্রতিক অবমুক্ত করা গোপন নথিতে এই তথ্যের উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের জুন মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে লন্ডন সফর করেন ১৯৯৯ সালের ৬ থেকে ৯ জুলাই। ওই সফরের সময়ে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসাবে ডাউনিং স্ট্রিটে তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের জন্য যে সারসংক্ষেপ (ব্রিফিং পেপার) তৈরি করা হয়েছিল, তাতে এই তথ্যের উল্লেখ রয়েছে। গত ৩০ ডিসেম্বর ১৯৯৭ সালের মে থেকে ২০০১ সাল সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরের বিভিন্ন অপ্রকাশিত নথিপত্র অবমুক্ত করা হয়। ওইসব নথির মধ্যে পররাষ্ট্র বিষয়ক নথিপত্রের মধ্যে বাংলাদেশও রয়েছে।
পিআরইএম ৪৯/১৭৩৮ নম্বর সম্বলিত নথিতে দেখা যায়, শেখ হাসিনার পরিচিতি, রাজনৈতিক জীবন, যুক্তরাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দ্বিপক্ষীয় আলোচ্য বিষয়গুলো রয়েছে ঢাকা থেকে তৎকালীন বৃটিশ হাইকমিশনার ডেভিড ওয়াকারের পাঠানো শেখ হাসিনার রাজনৈতিক পরিচিতি শিরোনামের নোটে। এতে বলা হয়, শেখ হাসিনা লন্ডন খুব ভালো চেনেন । তাঁর পিতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর তিনি কিছুদিন লন্ডনে ছিলেন। সে সময়ে শেখ হাসিনা বেনজির ভুটোর সঙ্গে হাউস অব কমন্সের পিএমকিউ ( প্রাইমমিনিস্টর্স কোশ্চেন) দেখতেন বলে (বন্ধনীর মধ্যে) উল্লেখ করে বলা হয়েছে তিনি সরকার গঠনের পর বাংলাদেশের সংসদেও তা চালু করেছেন। অন্য কোনো সূত্র থেকে অবশ্য এ তথ্য যাচাই করা যায়নি।
এতে লেখা হয় আওয়ামী লীগ লেবার পার্টির সঙ্গে বিশেষ সম্পর্ক আছে বলে মনে করে, কারণ দলটির এমপিরা, বিশেষ করে পিটার শোর মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছিল। ওই নোটে বলা হয় পঞ্চাশ বছরের পুরোনো আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় ফিরেছে। তারা জাতির পিতা শেখ মুজিবের সম্মান পুনরুদ্ধার করেছে। ওই সারসংক্ষেপে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সাফল্যের মধ্যে আছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি এবং বন্যার পর অর্থনীতিতে স্থিতিশীলতা ধরে রাখা। তবে ব্যর্থতা রয়েছে সুশাসনের মৌলিক ইস্যুগুলোতে। রাজনৈতিক পরিস্থিত অকার্যকর, উদ্বেগের বিষয় হচ্ছে আইন–শৃঙ্খলা ও দূর্নীতি। রাজনৈতিক কৌশলে শেখ হাসিনা অত্যন্ত পারদর্শী বলেও ১৯৯৭ সালের ওই নোটে উল্লেখ করা হয়েছিল।
হাইকমিশনারের নোটে লেখা হয়েছে তাঁর সম্পর্কে যা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো তিনি জাতির পিতার কন্যা, যিনি ১৯৭৫ সালের আগষ্টে ভিন্নমতাবলম্বী সেনা কর্মকর্তাদের হাতে সপরিবারে নিহত হয়েছেন। শুধুমাত্র তাঁর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন বিদেশে থাকায় বেঁচে যান। তাঁর হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছিল এবং অনেকেই ১৯৯৬–র মাঝামাঝি পর্যন্ত বিদেশে কূটনৈতিক চাকিরতে নিয়োজিত ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ওই দায়মুক্তির আইন অসাংবিধানিক ঘোষিত হয় এবং বাংলাদেশে অবস্থানরত খুনিদের পাঁচজনকে গ্রেপ্তার ও বিচার করে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। অনুপিস্থিত অন্যদেরও দন্ড দেওয়া হয়েছে। যতদূর জানা যায় অভিযুক্তদের কেউ যুক্তরাজ্যে নেই উল্লেখ করে ওই সারসংক্ষেপে বলা হয়, সাধারণভাবে মানুষ এই বিচার সমর্থন করছে। তবে হাইকমিশনার তাতে লিখেছেন, এখানে প্রতিশোধমূলক বিচারই রীতি।
ওই সারসংক্ষেপ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমতী ও কর্মঠ এবং আওয়ামী লীগে তিনিই চূড়ান্ত র্কতৃত্বের অধিকারী। তিনি আলোচনায় থাকতে ভালোবাসেন এবং বিদেশ ভ্রমণের প্রতি তাঁর পক্ষপাত রয়েছে।
শীর্ষপর্য়ায়ের আলোচনার ক্ষেত্রে যেসব বিষয় উঠতে পারে এবং সেগুলোতে বৃটিশ সরকারের অবস্থান বিষয়ক আরেকটি নোট, ’শেখ হাসিনা কল: চেকলিস্ট’ শিরোনামের তালিকায় দেখা যায় যুক্তরাজ্যে বাংলাদেশি জনগোষ্ঠীর অবদানের স্বীকৃতি, দ্বিপক্ষীয় সর্ম্পকে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে বাংলাদশকে অগ্রাধিকার দেওয়া ( পূর্ববর্তী বছরের সাহায্যের পরিমাণ সাড়ে ছয় কোটি পাউন্ড), কেয়ার্নের সদর দপ্তর উদ্বোধন এবং শেল ও কেয়ার্নকে আরো দুটি গ্যাস ব্লক অনুসন্ধানের সুযোগ দেওয়ার পর তা উত্তোলনের বিষয় উল্লেখ রয়েছে।
বাংলাদেশ তখন কূটনীতিক ফারুক সোবহানকে কমনওয়েলথের পরবর্তী মহাসচিব পদে প্রার্থী করায় সমর্থন চাইতে পারে বলে অনুমানের ভিত্তিতে বৃটিশ সরকারের জবাব কী হবে তা–ও নথিতে উল্লেখ ছিল। লন্ডন ওই প্রার্থিতায় সমর্থন জানাতে প্রস্তুত ছিল না এবং বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করার কথা জানানোর সিদ্ধান্ত ছিল।
শীর্ষ বৈঠকে বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গ উত্থাপিত হলে বিষয়টি অনুসন্ধান করা হবে বলে জানানোর কথা নোটে লেখা হয়। বাংলাদেশ তখন ফ্রিগেট কিনতে চাওয়ার প্রস্তাব দিতে পারে বলেও তাঁরা অনুমান করছিলেন এবং নোটে লেখা ছিল প্রস্তাবটি সতর্কতার সঙ্গে পরীক্ষার কথা জানানো হবে।
( প্রথম পর্ব পড়তে চাইলে এখানে পাবেন। )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন