বাংলাদেশে ৭৭ শতাংশ মানুষের ইন্টারনেটে সংযোগ নেই, কিন্তু ৭১ শতাংশই
দৈনিক ইন্টারনেট ব্যবহার করেন এবং ফেসবুকে অ্যাকাউন্ট আছে ৮৭ শতাংশের। ৭৮ শতাংশের খবরের
উৎস টেলিভিশন, আর সোশ্যাল মিডিয়া মাত্র ৪ শতাংশের। ৭১ শতাংশ বাংলাদেশী গত একবছরে (
সেপ্টেম্বরের আগে) কাউকে কোথাও ঘুষ দেন নি। ৪৮ শতাংশ বাংলাদেশী অবাধে রাজনৈতিক মতামত
প্রকাশ করতে পারেন এবং ৩৯ শতাংশ মানুষ বিশ্বাস করেন বিএনপি ও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক
বিরোধ ভুলে একসঙ্গে কাজ করতে পারবেন। জাতীয় পর্যায়ে পরিচালিত এক জরিপে উঠে আসা এসব
পরিসংখ্যান যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন দেশের ৮৩ শতাংশ মানুষ
সরকারকে সমর্থন করছে এবং আপনার এলাকার সাংসদ ৭৬ শতাংশ মানুষের চোখে ভালো অথবা খুব ভালো।
আর, হ্যাঁ, গণমাধ্যমের ভূমিকাও ঠিক আছে বলে মনে করেন ৫৮ শতাংশ। আমার
কথা বিশ্বাস না হলে আগামীকাল নিশ্চয়ই সংবাদপত্র পাঠ করার পরে বিশ্বাস হবে? জরিপটি ইন্টারন্যাশনাল
রিপাবলিকান ইনিস্টিটিউটের।
স্মরণ রাখা ভালো, আইআরআই ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের জরিপে আওয়ামী
লীগের বিপুল সংখ্যাগরিষ্ঠতার আভাষ দিয়েছিল। এই জরিপ প্রকাশের সময় অবশ্য তারা বলেছে
বিতর্কিত নির্বাচনের পর এখন সরকারের পক্ষে জনসমর্থন ঘুরে দাঁড়িয়েছে। যদিও কতটা খারাপ
অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে তা বোঝার কোনো উপায় জরিপে নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন