মন্ত্রীসভায় গুরুত্বর্পূণ ব্যাক্তি ও জরুরি সেবাখাতের জন্য
রাজধানী ঢাকার রাস্তায় আলাদা লেন করার প্রস্তাব ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল
সমালোচনা শুরু হয়েছে। যাঁরা 'উন্নয়ন দেখেন না' কিম্বা 'গাধার মত সরকার পতনের অপেক্ষায় থাকেন', তাঁরাই কেবল এমনটি বলতেই পারেন। যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মত উন্নত দেশগুলোতেও এরকম কিছু
নেই বলে যাঁরা যুক্তি দিচ্ছেন তাঁরা ভুলে গেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের
নতুন এক নজির স্থাপন করবে।
অন্যদেশে ভিআইপি লেন নেই বলে ঢাকায় থাকতে পারবে না এমন ধারণা
যাঁরা পোষণ করেন তাঁরা কি অন্য আরেকটি দেশের নাম বলতে পারবেন যেখানে মন্ত্রী-এমপি-সচিব
সাহেবরা রাস্তার উল্টোদিকে গাড়ি চালান? সাংবাদিকরাও ভিআইপি হয়ে যান এবং পুলিশ কনস্টেবল
উল্টোপথে যেতে না দিলে ইন্সপেক্টর জেনারেলকে ফোন করেন?
সময় রক্ষার জন্য ভিআইপিরা উল্টোপথে গাড়ি নিয়ে গেলে টেলিভিশন
ক্যামেরা নিয়ে দিনের পর দিন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সরাসরি সম্প্রচরে জনসম্মক্ষে
হেনস্থা হওয়া থেকে মুক্তির বিকল্প কি? ভিআইপি লেন হলে তাঁদের তো আর উল্টোপথে চলতে হবে
না? আইন অমান্যের অভিযোগও শূণ্যের ঘরে নেমে আসবে। আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান
১১৩ এর মধ্যে আর ১০২ এ নামবে না। সেখানেও নিশ্চিতভাবে ব্যপক উন্নতি হবে। বিশ্ববিদ্যালয়
এবং বড় বড় কলেজগুলোর ছাত্রদের বহনকারী বাসগুলো নিয়েও আর সরকারের প্রিয় এবং অনুগত উপাচার্য্যদের
বিব্রত হতে হবে না।
ভাবনার বিষয় অবশ্য অন্যখানে। বাংলাদেশের ভিআইপির সংখ্যাতেও
সম্প্রতি নাটকীয় উন্নতি হয়েছে। ফলে, ভিআইপি লেনে ক্রমবর্ধমান ভিআইপিদের সবার গাড়ির
স্থান সংকুলান হবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ,
ব্যাংক পরিচালকদের সমিতি, বণিকসভার নেতারা সবাই সিআইপি এবং এঁরা সবাই ভিআইপির মর্যাদা
ভোগ করেন। এর সঙ্গে আছেন সরকার-সমর্থক পেশাজীবি সংগঠনগুলোর নেতারাও।
আমরা জানি সচিবদের সংখ্যা এতো বেশি হয়ে গেছে যে অনেকেরই আসল
কোনো পদায়ন হয়নি। সচিবদের ভিড়ে অতীব গুরুত্বর্পূণদের আলাদা করে যাতে চেনা যায় সেজন্যে
তৈরি হয়েছে সিনিয়র সচিবের পদ। সুতরাং, সরকারের আসলে একইসঙ্গে ভিভিআইপি লেনের কথাও ভাবা
উচিত। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের মত অচিরেই অতি অতীব গুরুত্বর্পূণদের আলাদা লেন
প্রয়োজন হবে। ফেসবুকে অবশ্য একজন লিখেছেন (যে তথ্যটি অন্য কোন সূত্র থেকে যাচাই করা
যায় নি) উত্তর কোরিয়ায় নাকি শুধুমাত্র গ্রেট লিডারের জন্যই একটি আলাদা লেন আছে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন