লন্ডনের র্শীষস্থানীয় নিলামকারী
প্রতিষ্ঠান সথেবিতে গতকাল শনিবারএক নিলামে একটি বিখ্যাত চিত্রকর্ম বিক্রি হয় দশ লাখ
পাউন্ডে। কিন্তু, নিলামে সেটি বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেমে বাঁধানো চিত্রকর্মটি
আপনাআপনি অর্ধেকটা ফালি ফালি হয়ে ফ্রেমের নীচে নেমে গিয়ে ঝুলে থাকে। এই শিল্পকর্মের
চিত্রকর ব্যাংকসি সঙ্গে সঙ্গে তাঁর ইন্স্টাগ্রামে এর ভিডিও দিয়ে লিখেছেন ‘গোয়িং, গোয়িং,
গান‘।
নিলামে ব্যাংকসির এই শিল্পকর্মের
আত্মবিনাশ ঘিরে চলছে নানাধরণের জল্পনা-কল্পনা। ‘বেলুন
হাতে বালিকা’ (Girl with Baloon) নামের
এই ছবিটি ব্যাংকসি আঁকেন ২০০৬ সালে।
রাজপথের শিল্পী যাকে বলে ব্যাংকসি ঠিক
তাই। ব্যাংকসি ব্রিটেনের রাজপথের এক বিদ্রোহী চিত্রকরের ছদ্মনাম। তাঁর আসল পরিচয় এখনও
অনুদঘাটিত এক রহস্য। তাঁর চিত্রকর্ম ব্যাঙ্গাত্মক এবং কখনও কখনও তাতে রাষ্ট্রদ্রোহী
বার্তাও থাকে। দেওয়ালচিত্র বা গ্রাফিতির মাধ্যমেই তিনি সুখ্যাতি অর্জন করেন।
ব্যাংকসি তাঁর ইনস্টাগ্রামে পিকাসোকে
উদ্ধৃত করে লিখেছেন : ধ্বংস করার তাড়নাও একধরণের সৃজনশীল তাড়না।
কিন্তু, নিলামকারী সদেবি এখন জানিয়েছে
অর্ধেকটা ফালি ফালি করে কাটা এই ছবিটির দাম এখন বেড়েছে তিনগুণ। এটাই কি পুঁজিবাদী ব্যবস্থার
নির্মম পরিহাস? প্রতিবাদী শিল্পীর প্রতিবাদকেও পুঁজি করার এক নতুন দৃষ্টান্ত? (ভিডিওটি দেখতে পারেন নীচের লিংকে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন